Showing posts with label হার্ডওয়্যার সমস্যা. Show all posts
Showing posts with label হার্ডওয়্যার সমস্যা. Show all posts

key bord এর পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু এর যত্ন নিয়ে আমার বলার । প্রথমেই বলে নেই ” একটি কী বোডে যে পরিমান জীবানু থাকে তা একটি টয়লেটের জীবানুর পরিমানের সমান ।” এই কথা শুনে সবারই মাঝে একটি প্রশ্ন জাগে এটা সত্য কী না । আমরা নিজেরাই চিন্তা তা করি আমরা যেভাবে কী বোড ধরি তাতে কী বোডে আমাদের হাতের সকল ময়লা বা জীবানু লেগে যায যার ফলে একজনের হাতের জীবানু অন্যের হাতে চলে যায় । আমরা একটু খেয়াল করি আমাদের কী বোডের উপর ,দেখা যাবে কী এর মাঝে আসংখ্য ময়লা জমে আছে ।
এই ময়লার কারনে একদিকে যেমন আমাদের অসুখ হচ্ছে অন্যদিকে আমাদের কী বোড ও দূবল হয়ে যাচ্ছে তাই কী বোড পরিস্কার ও জীবানু মুক্ত রাখার পদ্ধতি বননা করা হল।
পরিচ্ছন্নতা : প্রথমে আপনার কী বোড টি কে বাহিরে নিয়ে জান । তারপর এটিকে উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে থাকুন । একপযায় আপনার কী বোড পরোপুরি পরিস্কার হবে ।
জীবানু : এবার আপনার কী বোড টিকে একটি ডেটল ভিজানে কপড় দিয়ে হালকা করে মুছে দিন । লক্ষ্য রাখবেন কাপড়টি যেন হালকা ভেজা থাকে ।
যত্ন : কী বোড পরিচ্ছন এবং জীবানু মুক্ত রাখার জন্য তোয়ালে ব্যবহার করুন ।

আজ আমি আপনাদেরকে কুলিং ফ্যানের একটি সমস্যার সমাধান দিব। কুলিং ফ্যান সমন্ধে আপনাদের বিশেষ কিছু বলার নেই। আমাদের পিসি ঠান্ডা রাখতে এর জুড়ী নেই কিন্তু একবার চিন্তা করে দেখুনতো যদি এই কুলিং ফ্যান এক মিনিট বন্দ থাকে তাহলে আমাদের পিসির অবস্থা কেমন হতো। আমাদের পিসির কুলিং ফ্যানের অন্যতম একটি সমস্যা হলো এটি ৪-৫ বছর চলার পর একটি বিরক্তিকর শব্দ সৃষ্টি করে,যা কিছুটা ঘ্যানর ঘ্যানর টাইপের। এক প্রধান করন হল ফ্যানের ভিতরের পিচ্ছিলতা কমে যাওযা। তবে এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। নিম্নের পদ্ধত্তিটি অনুসরন করে সহজেই এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।

1 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes

১.প্রথমে কুলিং ফ্যানের পিছনের স্টিকারটি খুলে ফেলুন।

2 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes

২. স্টিকারটি খুলে ফেলার পর চিএের ন্যায় একটি ক্লীপ দেখতে পারবেন এবং একটি চিমটার সাহায্যে এই ক্লীপটি খুলে ফেলুন।

3 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes

৩. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিতে টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে।

4 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes

৪. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিও টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে এবার হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে। (মোবিলের পরিবতে গ্রীস যাতীয় পদাথ ব্যবহার করতে পারেন।)