ডাটা ট্রাভেলার USBs and/or MP3 devices এর চেয়ে উপকারী বিষয় কমই আছে। এর যেমন উপকারী দিক আছে ঠিক তেমন অপকারী দিকও রয়েছে। যতই উপকারীতা থাক কম্পিউটারে ভাইরাস (Torjan, Spywares, Malwares) ছড়ানোর একমাত্র মাধ্যম ঐ সকল portable storage devices। সবচেয়ে ড্যাঞ্জারাস যেইটা সেটা হলো অটোরান, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কমান্ডের মাধ্যমে তৈরি করা হয় অটোরান ভাইরাস। অটোরান ভাইরাসের কাজ হলো পেনড্রাইভ অটোমেটিক্যলি বুট করা। আর এই অটোমেটিক্যালি বুট করার মাধ্যমেই ছড়িয়ে অন্যান্য ভাইরাস সমূহ।
আর এই অটোরান বন্ধ করতে নিচের সহজ পদ্ধতিগুলো অনুসরণ করুন:
1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
5. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
7. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করে OK করুন।
8. Group Policy ক্লজ করুন।আমার এই ট্রিকটি যদিও কার্যকর কোন ভাইরাস এর হাত থেকে রক্ষা করতে পারবেনা। তবে এটা অটোরানের সকল ভাইরাসকে রোধ করতে পারে। তবে একটু সচেতন হলে পেনড্রাইভের সকল ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। যেমন প্রেনড্রাইভ সবসময় এক্সপ্লোর করে ব্যবহার করতে পারেন।
Showing posts with label ভাইরাস সমস্যা. Show all posts
Showing posts with label ভাইরাস সমস্যা. Show all posts
Friday, April 23, 2010
Labels: টিপস এন্ড ট্রিকস, ভাইরাস সমস্যা 0 comments
Subscribe to:
Posts (Atom)