আজ আমি আপনাদেরকে কুলিং ফ্যানের একটি সমস্যার সমাধান দিব। কুলিং ফ্যান সমন্ধে আপনাদের বিশেষ কিছু বলার নেই। আমাদের পিসি ঠান্ডা রাখতে এর জুড়ী নেই কিন্তু একবার চিন্তা করে দেখুনতো যদি এই কুলিং ফ্যান এক মিনিট বন্দ থাকে তাহলে আমাদের পিসির অবস্থা কেমন হতো। আমাদের পিসির কুলিং ফ্যানের অন্যতম একটি সমস্যা হলো এটি ৪-৫ বছর চলার পর একটি বিরক্তিকর শব্দ সৃষ্টি করে,যা কিছুটা ঘ্যানর ঘ্যানর টাইপের। এক প্রধান করন হল ফ্যানের ভিতরের পিচ্ছিলতা কমে যাওযা। তবে এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। নিম্নের পদ্ধত্তিটি অনুসরন করে সহজেই এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।
1 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
১.প্রথমে কুলিং ফ্যানের পিছনের স্টিকারটি খুলে ফেলুন।
2 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
২. স্টিকারটি খুলে ফেলার পর চিএের ন্যায় একটি ক্লীপ দেখতে পারবেন এবং একটি চিমটার সাহায্যে এই ক্লীপটি খুলে ফেলুন।
3 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
৩. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিতে টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে।
4 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
৪. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিও টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে এবার হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে। (মোবিলের পরিবতে গ্রীস যাতীয় পদাথ ব্যবহার করতে পারেন।)
Friday, April 23, 2010
Labels: টিপস এন্ড ট্রিকস, হার্ডওয়্যার সমস্যা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment