আসলে এ সমস্যার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন।
“Start” এ ক্লিক করুন। “Run” এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।
রিস্টার্ট করুন ।
Labels: টিপস এন্ড ট্রিকস 0 comments
key bord এর পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু এর যত্ন নিয়ে আমার বলার । প্রথমেই বলে নেই ” একটি কী বোডে যে পরিমান জীবানু থাকে তা একটি টয়লেটের জীবানুর পরিমানের সমান ।” এই কথা শুনে সবারই মাঝে একটি প্রশ্ন জাগে এটা সত্য কী না । আমরা নিজেরাই চিন্তা তা করি আমরা যেভাবে কী বোড ধরি তাতে কী বোডে আমাদের হাতের সকল ময়লা বা জীবানু লেগে যায যার ফলে একজনের হাতের জীবানু অন্যের হাতে চলে যায় । আমরা একটু খেয়াল করি আমাদের কী বোডের উপর ,দেখা যাবে কী এর মাঝে আসংখ্য ময়লা জমে আছে ।
এই ময়লার কারনে একদিকে যেমন আমাদের অসুখ হচ্ছে অন্যদিকে আমাদের কী বোড ও দূবল হয়ে যাচ্ছে তাই কী বোড পরিস্কার ও জীবানু মুক্ত রাখার পদ্ধতি বননা করা হল।
পরিচ্ছন্নতা : প্রথমে আপনার কী বোড টি কে বাহিরে নিয়ে জান । তারপর এটিকে উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে থাকুন । একপযায় আপনার কী বোড পরোপুরি পরিস্কার হবে ।
জীবানু : এবার আপনার কী বোড টিকে একটি ডেটল ভিজানে কপড় দিয়ে হালকা করে মুছে দিন । লক্ষ্য রাখবেন কাপড়টি যেন হালকা ভেজা থাকে ।
যত্ন : কী বোড পরিচ্ছন এবং জীবানু মুক্ত রাখার জন্য তোয়ালে ব্যবহার করুন ।
Labels: টিপস এন্ড ট্রিকস, হার্ডওয়্যার সমস্যা 0 comments
মাঝে মাঝে আমাদের যখন খুব বেশি তাড়া থাকে তখন আমরা পিসি ডিরেক্টলি বন্ধ করি। কিন্তু এটি পিসির জন্য ক্ষতি করে। আজকে আমি এমন এক তথ্য দেব যার ফলে আপনি নিমিষেই পিসি বন্ধ করতে পারেন। এটি আপনার পিসির জন্য কোনো ক্ষতি করবে না। এই জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১।প্রথমে Ctrl+Alt+Delete প্রেস করুন।
২।তারপর Shut Down এ কিল্ক করুন।
৩।এরপর Ctrl key প্রেস করুন এবং এই অবস্হায় Turn off এ কিল্ক করুন
এরপর দেখুন চমক।
আশা করি এই টিপসটি সবার কাজে লাগবে।
Labels: টিপস এন্ড ট্রিকস 0 comments
আজ আমি আপনাদেরকে কুলিং ফ্যানের একটি সমস্যার সমাধান দিব। কুলিং ফ্যান সমন্ধে আপনাদের বিশেষ কিছু বলার নেই। আমাদের পিসি ঠান্ডা রাখতে এর জুড়ী নেই কিন্তু একবার চিন্তা করে দেখুনতো যদি এই কুলিং ফ্যান এক মিনিট বন্দ থাকে তাহলে আমাদের পিসির অবস্থা কেমন হতো। আমাদের পিসির কুলিং ফ্যানের অন্যতম একটি সমস্যা হলো এটি ৪-৫ বছর চলার পর একটি বিরক্তিকর শব্দ সৃষ্টি করে,যা কিছুটা ঘ্যানর ঘ্যানর টাইপের। এক প্রধান করন হল ফ্যানের ভিতরের পিচ্ছিলতা কমে যাওযা। তবে এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। নিম্নের পদ্ধত্তিটি অনুসরন করে সহজেই এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।
1 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
১.প্রথমে কুলিং ফ্যানের পিছনের স্টিকারটি খুলে ফেলুন।
2 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
২. স্টিকারটি খুলে ফেলার পর চিএের ন্যায় একটি ক্লীপ দেখতে পারবেন এবং একটি চিমটার সাহায্যে এই ক্লীপটি খুলে ফেলুন।
3 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
৩. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিতে টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে।
4 খুব সহজেই নিজেই মেরামত করুন পিসির কুলিং ফ্যান। (চিত্র সহ) | Techtunes
৪. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিও টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে এবার হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে। (মোবিলের পরিবতে গ্রীস যাতীয় পদাথ ব্যবহার করতে পারেন।)
Labels: টিপস এন্ড ট্রিকস, হার্ডওয়্যার সমস্যা 0 comments
এটার থেকে মুক্তি পেতে হলে, Start Menu -> Run এ গিয়ে Shutdowআপনার pc তে যদি Keylogger install হয় তাহলে হ্যাকার্রা আপনার Information চুরি করবে। এর অর্থ আপনি Keyboard এ যে সব সাইট এর ইউজার এন্ড পাসওয়ার্ড এ লগিন করবেন, তা হ্যাকারদের কাছে চলে যাবে, তাই এর কাছ থেকে বাচার একটা টিপস নিচে দেওয়া হল:
যারা Mozilla ব্যাবহার করেন তারা একটি Addon Install করলেই হবে,
এই Software টির কাজ হলো আপনার Keystroke Encrypt করা। এইযে picture টা দেখুন
আপনারা যদি আরো Software এ Keystroke encrypt করতে চান তাহলে এইটা Download করুন
Download
বিঃদ্রঃ- আপনারা যখন Avro Software ব্যবহার করেন তখন এইটা Disable করে রেখেন না হলে সমস্যা দেখা দিবে। এইটা Taskbar থেকে Turn off করে দিয়েন।n -a লিখে এন্টার দিন। ব্যাস দেখবেন আপনার সিসটেম শাটডাউন আর নেই।
Labels: টিপস এন্ড ট্রিকস, হ্যাকিং সমস্যা 0 comments
সিসটেম শাটডাউন সাধারণত ঘটে থাকে রুট ফোল্ডারের কোন ফাইল ক্রপট হলে। এটা আসলে সাধারণ যে মেসেজ দেখায় তা হলো “This system is shutting down. Please save all………” এবং ৩০ সেকেন্ড সময় দেয়। ভাইরাজ জনিত কারণে সিসটেম শাটডাউন হতে পারে। তবে এখন আমি আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সিসটেম শাটডাউন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়।
এটার থেকে মুক্তি পেতে হলে, Start Menu -> Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিন। ব্যাস দেখবেন আপনার সিসটেম শাটডাউন আর নেই।
Labels: Run কমান্ড, টিপস এন্ড ট্রিকস 0 comments
built-in Diskpart utility এর সাহায্যে:
এটা করার জন্য আপনার কোন বাড়তি সফটওয়ারের প্রয়োজন হবেনা। কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি এটা সহজেই করতে পারেন।
কিভাবে করবেন? এখানে দেখুন:
1. – Start -> Run ক্লিক করুন (রান এর ডায়ালগ বক্স আসবে)
2. - Type cmd and press Enter (কমান্ড প্রোমট আসবে)
3. - কমান্ড প্রোমটে diskpart লিখে Enter করুন।
4. - এখন list volume টাইপ করুন। (এটা আপনার কম্পিউটারের সকল ভলিয়মগুলো দেখাবে)
1. – যদি আপনি E ড্রাইভ লুকাতে চান, তাহলে select volume 6 টাইপ করুন
- এখন remove letter E টাইপ করুন (Note: কম্পিউটার রিস্ট্রাট দিতে হবে).
Diskpart আপনার কম্পিউটার থেকে drive letter টা লুকিয়ে ফেলবে. এটাকে আপনি আরএক্সপ্লোরারের মাধ্যমে দেখতে পারবেন না।
2. একন যদি আপনি এটাকে আন হাইড করতে চান তাহলে ওই পদ্ধতি আবার অনুসরণ করুন এবং remove letter E এর জায়গায় assign letter E টাইপ করুন।
Registry এডিট করার মাধ্যমে:
- রান কমান্ডের সাহায্যে regedit টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিট এপেন করুন।
- এই ঠিকানায় প্রবেশ করুন HKEY_CURRENT_USER’Software’Microsoft’Windows’CurrentVersion’Policies’Explorer
- এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিচে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।
নিয়মটা হল : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
প্রত্যেকটা ড্রাইভের ভ্যালুগুলো নিচে দেওয়া হলো:
A = 1
B = 2
C = 4
D = 8
E = 16
F = 32
G = 64
H = 128
I = 256
J = 512
K = 1024
L = 2048
M = 4096
N = 8192
O = 16384
P = 32768
Q = 65536
R = 131072
S = 262144
T = 524288
U = 1048576
V = 2097152
W = 4194304
X = 8388608
Y =16777216
Z = 33554432
All drives = 67108863
রিস্ট্রাট দিয়ে আপনার পছন্দের ড্রাইভটি লুকিয়ে যাবে। এটা আবার ফেরৎ পাইতে হলে হলে NoDrives নামের রেজিষ্ট্রি ভেলুটা ডিলিট করে দিন।